Telangana bill passed: Democracy killed in broad daylight, says Jagan Mohan Reddy

দিনের আলোর গণতন্ত্রের হত্যা, তেলেঙ্গানা বিল পাসে মন্তব্য জগন মোহন রেড্ডির

নজিরবিহীন ভাবে লোকসভা টিভির সম্প্রচার বন্ধ করে, সংসদের দরজা বন্ধ করে, মার্শাল নিরাপত্তায় বিতর্কিত তেলেঙ্গানা বিল পাস করালো ইউপিএ সরকার। ঘটনার প্রতিবাদে অন্ধ্র বনধের ডাক দেওয়া হয়েছে।জগন মোহন রেড্ডি বলেন, "কারও ইয়েস বা নো ভোটাভুটি না হয়েই অগণতান্ত্রিক ভাবে বিল পাস হয়েছে।" অন্ধ্র প্রদেশের মানুষের সম্মতি ছাড়াই বিল পাস হয়েছে বলে মন্তব্য করেন জগন। তিনি আরও বলেন, "দিনের আলোয় গণতন্ত্রের হত্যা হল।"

বেঙ্কাইয়া নাইডু, বিজেপি: "জীবনে প্রথমবার অভিজ্ঞতা হল, সরাসরি সম্প্রচার বন্ধ রেখে আপনারা দেশকে অন্ধকারে রাখলেন।"

শরদ যাদব, জে ডি (ইউ): "এমন লজ্জাজনক ঘটনা কখনও দেখিনি। এটা আমি সহ্য করতে পারছি না। আমরা আর বসে থাকতে পারছিলাম না, তাই ওয়াক আউট করি। এমন বিভাজনের সিদ্ধান্তের সিদ্ধান্তের সাক্ষি আমরা হতে চাইনি।"

দীনেশ ত্রিবেদী, তৃণমূল কংগ্রেস: আমি দুঃখিত। গণতন্ত্রের হত্যা করা হয়েছে। দেশের ১২০ কোটি মানুষের সীদ্ধান্ত শোনার অধিকার আছে। সেই গণতন্ত্রের হত্যা করা হল?

তরুণ বিজয়, বিজেপি: সংসদে পেপার স্প্রের থেকেও খারাপ লোকসভা টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া।

মুলায়েম সিং যাদব, সমাজবাদী পার্টি: "কংগ্রেস দেশ ভাগ করার ষড়যন্ত্র করা হয়েছে। প্রবল হট্টগোলে বিল পাস হয়েছে।"

মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস: বেআইনি... বেআইনি...বেআইনি।

First Published: Tuesday, February 18, 2014, 18:19


comments powered by Disqus