passed bill - Latest News on passed bill| Breaking News in Bengali on 24ghanta.com
দিনের আলোর গণতন্ত্রের হত্যা, তেলেঙ্গানা বিল পাসে মন্তব্য জগন মোহন রেড্ডির

দিনের আলোর গণতন্ত্রের হত্যা, তেলেঙ্গানা বিল পাসে মন্তব্য জগন মোহন রেড্ডির

Last Updated: Tuesday, February 18, 2014, 18:19

নজিরবিহীন ভাবে লোকসভা টিভির সম্প্রচার বন্ধ করে, সংসদের দরজা বন্ধ করে, মার্শাল নিরাপত্তায় বিতর্কিত তেলেঙ্গানা বিল পাস করালো ইউপিএ সরকার। ঘটনার প্রতিবাদে অন্ধ্র বনধের ডাক দেওয়া হয়েছে।জগন মোহন রেড্ডি বলেন, "কারও ইয়েস বা নো ভোটাভুটি না হয়েই অগণতান্ত্রিক ভাবে বিল পাস হয়েছে।" অন্ধ্র প্রদেশের মানুষের সম্মতি ছাড়াই বিল পাস হয়েছে বলে মন্তব্য করেন জগন। তিনি আরও বলেন, "দিনের আলোয় গণতন্ত্রের হত্যা হল।"