সংসদে তেলেঙ্গা বিল পাস পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি

সংসদে তেলেঙ্গা বিল পাস পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি

সংসদে তেলেঙ্গা বিল পাস পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল, রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি লোকসভায় যে পদ্ধতিতে তেলেঙ্গানা বিল পেশ ও পাস করানো হয়েছে তা অ-গণতান্ত্রিক এবং অ-সংসদীয়। এই অভিযোগে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ, লোকসভায় সব দলকে বিল নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি।

তৃণমূলের আনা সংশোধনীর ওপর হয়নি ভোটাভুটিও। সংসদীয় নিয়ম-কানুন, রীতিনীতির তোয়াক্কা না করে সরকার ধ্বনিভোটে বিলটি পাস করিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

মঙ্গলবার সংসদে পাস হয় তেলেঙ্গানা বিল। ধ্বনিভোট বিল পাস করানোর পর থেকেই অভিযোগে ফেটে পড়ে ক্ষুব্ধ তৃণমূল।

First Published: Wednesday, February 19, 2014, 21:18


comments powered by Disqus