Last Updated: Wednesday, February 19, 2014, 21:18
লোকসভায় যে পদ্ধতিতে তেলেঙ্গানা বিল পেশ ও পাস করানো হয়েছে তা অ-গণতান্ত্রিক এবং অ-সংসদীয়। এই অভিযোগে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ, লোকসভায় সব দলকে বিল নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি।