সীমান্ধ্রে ভয়াবহ চেহারা নিচ্ছে বিদ্যুৎ বিপর্যয়

সীমান্ধ্রে ভয়াবহ চেহারা নিচ্ছে বিদ্যুৎ বিপর্যয়

সীমান্ধ্রে ভয়াবহ চেহারা নিচ্ছে বিদ্যুৎ বিপর্যয়ভয়াবহ চেহারা নিচ্ছে সীমান্ধ্রের বিদ্যুৎ বিপর্যয়। পরিস্থিতি এতটাই খারাপ, যে ব্যাটারি দিয়ে হাসপাতাল চালু রাখতে হচ্ছে প্রশাসনকে। ট্রেন চালানোর মতো বিদ্যুতও অমিল। আজ বাতিল করা হয়েছে ২০টি ট্রেন। অন্ধ্র বিভাজনের প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন উপকূলীয় অন্ধ্র এবং রায়ালসীমার বিদ্যুত দফতরের কর্মীরা। এর জেরে বন্ধ হতে বসেছে সাদার্ন গ্রিড।

ধর্মঘট তুলতে বিদ্যুৎ দফতরের কর্মীদের আবেদন জানিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। কিন্তু, তাতেও  সাড়া মেলার তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। বিদ্যুত বিপর্যয় এমন জায়গায় পৌঁছেছে যে, বিদ্যুত ঘাটতির আশঙ্কায় রয়েছে কর্নাটক, তামিলনাড়ু এবং কেরালাও। এদিকে, নতুন করে অশান্তি না ছড়ানোয়আজ সকালে একঘণ্টার জন্য বিজয়নগরমে কার্ফু শিথিল করা হয়।

গত শনিবার থেকে বিজয়নগরমে জারি করা হয় কার্ফু। কিন্তু, কার্ফু উপেক্ষা করেই গতকাল পর্যন্ত চলে বিক্ষোভ। ভাঙচুর করা হয় পুলিসের গাড়ি। কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে অন্ধ্র পুলিসের পাশাপাশি নামে আধাসেনাও। তৈরি করা হয় বিশেষ টাস্ক ফোর্স। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত একশো দশজনকে গ্রেফতার করা হয়েছে।

First Published: Tuesday, October 8, 2013, 20:40


comments powered by Disqus