Last Updated: March 31, 2013 10:52

দুর্নীতি বিরোধী আন্দোলনকে আরও জোড়াল করতে সাধারণ মানুষের মতামত চাইছেন সমাজকর্মী আন্না হাজারে। শনিবার আন্না জলন্দর রেল স্টেশনে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানায় স্থানীয় মানুষ। যদিও তাঁর দল জনতন্ত্র মোর্চা নির্বাচনে অংশগ্রহণ কিংবা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছেন আন্না হাজারে।
শনিবার আন্না ঘোষণা করেন, পাঁচ মাস পর দিল্লির রামলীলা ময়দানে জনগণের সামনেই মোর্চার রাজনৈতিক রণকৌশল ঠিক করবেন তিনি। তবে তাঁর রাজনৈতিক দল গঠনের ইচ্ছে নেই বলে স্পষ্ট করে দিয়েছেন আন্না।
অমৃতসরে তিনি সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক নেতাদের বোঝা উচিৎ সরকার ফেলে দেওয়ার ক্ষমতা মানুষেরও আছে।" এদিন তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল ভিকে সিং।
First Published: Sunday, March 31, 2013, 10:52