Last Updated: December 2, 2012 14:26

আফগানিস্তানের জালালাবাদ বিমানবন্দরে হামলা চালাল তালিবান জঙ্গিরা। রবিবার ভোর রাতে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দর চত্বর।
নিরাপত্তাকর্মীদের বিবরণ অনুযায়ী, প্রথমে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ হয়। তারপরই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালাতে থাকে সেনাবাহিনীও। এরপরই গ্রেনেড হামলা শুরু করে জঙ্গিরা। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ৩ নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। বিমান বন্দরে ন্যাটোর একটি বেস ক্যাম্প রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী।
First Published: Sunday, December 2, 2012, 14:27