Last Updated: October 29, 2011 23:40

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী লিমা সহ দক্ষিণ পেরুর বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক নয়। মার্কিণ জিওলোজিকাল সার্ভে সূত্রে অবশ্য জানানো হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল সাত। গতকাল উপকূলবর্তী শহর ইকার থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে প্রাথমিক রির্পোট অনুযায়ী জানা গেছে। ভূকম্পনের ফলে ইকা শহরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুত্ বিভ্রাট ঘটেছে বলেও খবর। কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে মোবাইল পরিষেবা। দুহাজার সাত সালে এই ইকা শহর সংলগ্ন এলাকায় বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছিল পাঁচশো। রিখটার স্কেলের অনুপাতে সেবারের কম্পনের মাত্রা ছিল আট। আর তাই, স্বাভাবিকভাবেই শু্ক্রবারের ভূমিকম্পে এখনও পর্যন্ত বড়সড় কোনওরকম ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
First Published: Saturday, October 29, 2011, 23:40