Last Updated: Tuesday, August 20, 2013, 19:01
ওজন বেড়ে যাচ্ছে? বেড়ে চলা ভুঁড়ির সঙ্গে ব্যাস্তানুপাতে কমছে নিদ্রা? অন্যদিকে সব বুঝেও লোভনীয় খাওয়া দাওয়া থেকে কিছুতেই নিজের অবাধ্য জিভ, দাঁতকে বশে আনতে পারছেন না? ব্যায়ামের পরিশ্রমেও কি আপনার ভয়ানক অরুচি? চলে যান পেরুর নেভাদো হাসকারান পর্বতে। আপনার ওজন ম্যাজিকের মত কমে যাবে। এমনকি একই ওজন যন্ত্রে আপনার বাড়িতে এবং পেরুর নেভাদো পর্বতে ভিন্ন ওজন চোখে পড়বে আপনার। অবাক হচ্ছেন? হবেন না একটুও। কারণ কৃতিত্বটা আপনার, ওজন যন্ত্র কিংবা পেরুর নয়। পুরো কৃতিত্বের একমাত্র ভাগীদার পৃথিবীর মাধ্যাকর্ষণ।