কোচকে উপেক্ষা করায় নির্বাসিত তেভেজ

কোচকে উপেক্ষা করায় নির্বাসিত তেভেজ

কোচকে উপেক্ষা করায়  নির্বাসিত তেভেজদুসপ্তাহর জন্য আর্জেন্টিনিয় ফুটবল তারকা কার্লোস তেভেজকে নির্বাসিত করল ম্যানচেস্টার সিটি।
এরইমধ্যে তেভেজের বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে না নামার ব্যাপারে তদন্ত চলবে।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে তেভেজকে খেলতে বলেন কোচ রোবারটো মানচিনি।
কিন্তু তাঁর নির্দেষ অগ্রাহ্য করেন তেভেজ এমনটাই অভিযোগ তুলেছেন মানচিনি।
তেভেজের কেরিয়ার নিয়েও প্রশ্ন তুলেছিলেন মানচিনি।
তবে কোচের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তেভেজ।

First Published: Thursday, September 29, 2011, 14:20


comments powered by Disqus