Last Updated: November 27, 2012 19:58

মহারাষ্ট্রের ফেসবুক কান্ডে নয়া মোড়। বাল ঠাকরের মৃত্যুর পরের দিন ফেসবুকে করা মন্তব্যের জেরে গ্রেফতার হতে হয়েছিল মুম্বইয়ের দুই তরুণিকে। আজ এই গ্রেফতার কান্ডে নিযুক্ত দুই পুলিস অফিসারকে সাময়িক নির্বাসনে পাঠাল মহারাষ্ট্র সরকার। এই নির্বাসনের মাধ্যমে পক্ষান্তরে সরকার শিবসেনা আর মুম্বই পুলিসকে কড়া বার্তা দিল বলেই ম্নে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে এই দুই অফিসারকে নির্বাসনের প্রতিবাদে শিবসেনা কাল মহারাষ্ট্রের পালঘর জেলায় বনধের ডাক দিয়েছে।
মঙ্গলবার মহারাষ্ট্রের সরাষ্ট্র মন্ত্রী আর আর পাটিল থানে রুরাল অঞ্চলের পুলিস সুপারিনটেনডেন্ট রবীন্দ্র সেনগাওকার এবং পালঘরের পুলিস ইন্সপেক্টর শ্রীকান্ত পিংগলের নির্বাসনের কথা ঘোষণা করেন।
এর সঙ্গেই পাটিল জানিয়েছেন নির্দেশ অমান্য করা এবং তারাহুড়ো করে কাজ করার জন্যই এই পুলিস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এর সঙ্গেই গুরুত্বপূর্ণ ভাবেই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে পুলিসকে জানানো হয়েছে কোন আইনজ্ঞের পরামর্শ ছাড়া আইটি অ্যাক্টে কোন কেস রুজু করা চলবে না।
এর সঙ্গেই যে বিচারক ওই দুই তরুণির বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিলেন সম্প্রতি তাঁরও বদলির হয়ে গেছে।
First Published: Tuesday, November 27, 2012, 19:58