raj thakckeray - Latest News on raj thakckeray| Breaking News in Bengali on 24ghanta.com
ফেসবুক গ্রেফতারের জেরে সাসপেন্ড দুই অফিসার, প্রতিবাদে বনধ শিবসেনার

ফেসবুক গ্রেফতারের জেরে সাসপেন্ড দুই অফিসার, প্রতিবাদে বনধ শিবসেনার

Last Updated: Tuesday, November 27, 2012, 19:58

মহারাষ্ট্রের ফেসবুক কান্ডে নয়া মোড়। বাল থাকরের মৃত্যুর পরের দিন ফেসবুকে করা মন্তব্যের জেরে গ্রেফতার হতে হয়েছিল মুম্বইয়ের দুই তরুণিকে। আজ এই গ্রেফতার কান্ডে নিযুক্ত দুই পুলিস অফিসারকে সাময়িক নির্বাসনে পাঠাল মহারাষ্ট্র সরকার। এই নির্বাসনের মাধ্যমে পক্ষান্তরে সরকার শিবসেনা আর মুম্বই পুলিসকে কড়া বার্তা দিল বলেই ম্নে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে এই দুই অফিসারকে নির্বাসনের প্রতিবাদে শিবসেনা কাল মহারাষ্ট্রের পালঘর জেলায় বনধের ডাক দিয়েছে।