টিডির পাশে দল মোহনবাগান, The club backs the TD

টিডির পাশে দল মোহনবাগান

টিডির পাশে দল মোহনবাগান ডার্বির জন্য বরাদ্দ ছিল মাত্র তিনটি ম্যাচ। তার মধ্যে দুটিতে হার ও একটিতে ড্র। নতুন টিডি সুব্রত ভট্টাচার্যরও তিনটি ম্যাচ খেলা হয়ে গেল। তার মধ্যে দুটি দুর্বল দলের সঙ্গে জয়। আর ডেম্পোর বিরুদ্ধে আইলিগের ইতিহাসে লজ্জাজনক হার হয়েছে মোহনবাগানের। তবুও নতুন টিডির পাশেই রয়েছে ক্লাব। দলের ডিফেন্সের ব্যর্থতার মতই এখন মোহনবাগান কর্তাদের মাথাব্যথার কারন দলের তারকাদের চোট আঘাত সমস্যা। ডিফেন্সের হাল ফেরাতে এই সপ্তাহেই আসছেন একজন অস্ট্রেলীয় ও একজন কোরিয়ান ফুটবলার।

First Published: Wednesday, November 2, 2011, 23:23


comments powered by Disqus