প্রবল বৃষ্টিতে পিছিয়ে গেল ইডেনের ম্যাচ। কাল কোয়ালিফায়ারে মুখোমুখি বীর-জারা

প্রবল বৃষ্টির জেরে পিছিয়ে কাল ইডেনের ম্যাচ। আজ হল না বীর-জারা দ্বৈরথ

Tag:  kkr kings punjab
প্রবল বৃষ্টির জেরে পিছিয়ে কাল ইডেনের ম্যাচ। আজ হল না বীর-জারা দ্বৈরথআশঙ্কাই সত্যি হল। বৃষ্টির জেরে পিছিয়ে গেল প্লে অফ কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলৈভেন পাঞ্জাবের মধ্যে ম্যাচ। রিজার্ভ ডে-র ব্যবস্থা ছিল তাই আয়োজকরা কোনও ঝুঁকি নিতে চাননি। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগেই জানিয়ে দেওয়া হয় আজকের পরিবর্ত এই ম্যাচ আগামিকাল হবে। নিয়ম অনুযায়ী কালও এক বল খেলা না হয়ে ম্যাচ পরিত্যক্ত হলে লিগ তালিকায় কেকেআরের আগে থেকে প্রথম হওয়ার জন্য ফাইনালে যাবে প্রীতি জিন্টার দল৷

(বিস্তারিত খবর কিছু পরে)

First Published: Tuesday, May 27, 2014, 18:22


comments powered by Disqus