Last Updated: December 24, 2013 11:34

রাজ্য সচিবালয় নবান্নের আশেপাশে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ গত কয়েক দিনে নবান্নের পাশে বাসস্ট্যান্ড ও দোকান থেকে প্রায়ই চুরি যাচ্ছে গাড়ির যন্ত্রাংশ। গোটা ঘটনায় রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা।
হাওড়ার ব্যাতাইতলা বাসস্ট্যান্ডে চুরি এখন রোজের ঘটনা হয়ে উঠেছে। স্থানীয় বাস মালিক দের অভিযোগ, প্রায়ই বাস থেকে খুলে নেওয়া হচ্ছে ব্যাটারি, যন্ত্রাংশ।
রাজ্য সচিবালয় নবান্নের ঠিক পাশেই এমন চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নবান্নের ১০০ মিটারের মধ্যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিস। কিন্তু সংলগ্ন বাকি এলাকার নিরাপত্তার দায়িত্ব হাওড়া কমিশারিয়েটের উপর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার জানানোর পরেও পুলিস কিছু ব্যবস্থা নিচ্ছে না। ফলে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
First Published: Tuesday, December 24, 2013, 11:48