Last Updated: October 28, 2011 18:44

ফোনে মহাকরণ ওড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল এসটিএফ। মুর্শিদাবাদের বেলডাঙা থেকে মহম্মদ মুস্তাকিন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পেশায় হাতুড়ে চিকিত্সক মুস্তাকিনের বাড়ি মুর্শিদাবাদেরই রানীতলা থানার কামারী গ্রামে। গত পঁচিশ তারিখ তিনি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে হুমকি ফোন করেছিলেন বলে অভিযোগ। আটক করার পরই অসুস্থ হয়ে পড়েন মহম্মদ মুস্তাকিন। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
First Published: Friday, October 28, 2011, 23:13