মহাকরণ ওড়ানোর হুমকি, Threat to Mahakaran

মহাকরণ ওড়ানোর হুমকি

মহাকরণ ওড়ানোর হুমকিফোনে মহাকরণ ওড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল এসটিএফ। মুর্শিদাবাদের বেলডাঙা থেকে মহম্মদ মুস্তাকিন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পেশায় হাতুড়ে চিকিত্সক মুস্তাকিনের বাড়ি মুর্শিদাবাদেরই রানীতলা থানার কামারী গ্রামে। গত পঁচিশ তারিখ তিনি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে হুমকি ফোন করেছিলেন বলে অভিযোগ। আটক করার পরই অসুস্থ হয়ে পড়েন মহম্মদ মুস্তাকিন। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

First Published: Friday, October 28, 2011, 23:13


comments powered by Disqus