Last Updated: Wednesday, December 18, 2013, 23:09
কেরোসিনকাণ্ডে সাসপেন্ড হলেন মহাকরণের রেজিস্ট্রার অব পাবলিকেশন বিস্ময় রায়। কর্তব্যে গাফিলতির কারণেই তাঁকে সাসপেন্ড করা হল বলে স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর। তাঁর বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কাছে ঘটনা নিয়ে মুখ খোলা, জ্যোতির্ময় নন্দীকে প্রভাব খাটিয়ে কাজের বরাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পূর্ত দফতরকে অন্ধকারে রেখেই তিনি এই কাজ করেছিলেন বলেও অভিযোগ। কেরোসিনকাণ্ডে নয়ামোড়। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বুধবার সাসপেন্ড হলেন মহাকরণের রেজিস্ট্রার অব পাবলিকেশন বিস্ময় রায়। কিন্তু কেন সাসপেন্ড করা হল তাঁকে? স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে অভিযোগ