Last Updated: May 24, 2013 12:21

আতঙ্কবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন তিন সেনা জওয়ান। শুক্রবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনা পেট্রল দলকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতেই মৃত্যু হয় তিন সেনা জওয়ানের।
গতকাল শ্রীনগরে পুলিসের গুলিতে এক লস্কর জঙ্গি মারা যায়। আজকের আক্রমণ এর বদলা নিতেই চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। গতকালের গুলি বিনিময়ে ৩ জওয়ানও আহত হয়েছিলেন।
এ দিনেরে ঘটনার জেরে এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। আতঙ্কবাদীদের খোঁজে তল্লাসিও চালানো হচ্ছে। গ্রামে ভিতরে দুষ্কৃতীরা গা-ঢাকা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
First Published: Friday, May 24, 2013, 12:21