শুধু মণ্ডপে নয়, পুজোর লড়াই চলবে বক্সঅফিসেও

শুধু মণ্ডপে নয়, পুজোর লড়াই চলবে বক্সঅফিসেও

শুধু মণ্ডপে নয়, পুজোর লড়াই চলবে বক্সঅফিসেও এবারের পুজোয় লড়াই শুধ মণ্ডপের সঙ্গে মণ্ডপের নয়। থেমে থাকবে না ভিড়ের লাইনেও। আসল লড়াই অন্য জায়গায়। পুজোর সময় নাকি কেউ সিনেমা দেখে না। এমন মিথ প্রচলিত ছিল বহুদিন। তবে শেষ কয়েক বছরের ভিড় আর বৃষ্টি সেই মিথ ভেঙে বাঙালিকে নিরিবিলিতে সিনেমা হলমুখী করে ছেড়েছে। আর এবারে তো আবহাওয়া দফতর নবমী, দশমীতে ঘূর্ণীঝড়ের পূর্বাভাস দিয়েই রেখেছে। তাই আশা করা যায় পাবলিক হয়তো হলমুখী হবেন। সেই আশাতে বুক বেঁধেই ছবির মুক্তির জন্য সপ্তমীর দিনকেই বেছে নিয়েছেন কলকাতার সবথেকে বড় তিন হাউজ। এবারের পুজো তাই মণ্ডপের সঙ্গে মণ্ডপের লড়াই নয়, ভেঙ্কটেশ, এসকে মুভিজ ও সুরিন্দর ফিল্মসের লড়াইয়ে ত্রিশঙ্কু বক্সঅফিস।

ভেঙ্কটেশে ফিল্মস- সপ্তমীতে মুক্তি পাচ্ছে মিশর রহস্য
পরিচালক- সৃজিত মুখার্জি।
বাজেট-৩.৫ কোটি।
ছবির ইউএসপি- ১)কাকাবাবুর ভূমিকায় একেবারে নতুন লুকে প্রসেনজিত্।
২)ছবির অধিকাংশ অংশ জুরে রয়েছে মিশরের নৈশ্বর্গিক প্রেক্ষাপট।
শুধু মণ্ডপে নয়, পুজোর লড়াই চলবে বক্সঅফিসেও
সুরিন্দর ফিল্মস-সপ্তমীতে মুক্তি পাচ্ছে রংবাজ।
পরিচালক- রাজা চন্দ।
ছবির ইউএসপি- ১)বিয়ের পর কোয়েলের কামব্যাক
২)দেব-কোয়েল জুটির পর্দায় কামব্যাক
৩)পুরোপুরি অ্যাকশনে ভরপুর ছবি।
৪) সবথেকে বেশিদিন একটানা বিদেশে শুটিং হওয়া ছবি। শুধু মণ্ডপে নয়, পুজোর লড়াই চলবে বক্সঅফিসেও
এসকে মুভিজ-সপ্তমীতে মুক্তি পাচ্ছে খিলাড়ি।
পরিচালক-অশোক পতি।
ছবির এইএসপি-১)প্রথমবার পর্দায় একসঙ্গে আসছে অঙ্কুশ-নুসরত জুটি। পুজোয় ফ্রেশ জুটি দেখতে পাবেন দর্শক।
২)ছবির গান শুটিং হয়েছে লাদাখের অপরূপ প্রেক্ষাপট।
৩)ছবির চরিত্র হয়ে উঠেছে দুর্গা পুজোও।

First Published: Thursday, October 10, 2013, 19:37


comments powered by Disqus