Last Updated: April 12, 2013 11:34

কালিম্পঙে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় তিন বৌদ্ধ লামা ও তাদের গাড়ির চালককে এগারো দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার রাত আটটা নাগাদ ভাইয়ের সঙ্গে ওষুধ কিনে বাড়ি ফিরছিল চোদ্দ বছরের ওই কিশোরী। অভিযোগ, সেসময় ওই চারজন নানা অছিলায় ভাইকে বাড়ি পাঠিয়ে পানীয় খাইয়ে কিশোরীকে বেহুঁশ করে ফেলে।
এরপর গাড়ির মধ্যে চলে অকথ্য অত্যাচার। রাত দশটা নাগাদ বাড়ির কাছে কিশোরীকে ফেলে রেখে চম্পট দেয় তারা। হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের ঘটনা সামনে আসে। কিশোরীকে জেরা করে একে একে ধরা পড়ে অভিযুক্তেরা।
First Published: Friday, April 12, 2013, 11:34