Last Updated: Saturday, January 19, 2013, 23:16
তিস্তায় উল্টে গেল যাত্রী বোঝাই গাড়ি। কালিম্পঙের কাছে ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল রাত নটা নাগাদ কালিম্পং মহকুমার তিস্তা বাজারের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার জলে পড়ে যায়। গাড়িতে ১৭ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই তিস্তা বাজারের কাছে ত্রিবেনীতে মেলা দেখে ফিরছিলেন। সেখান থেকে মাল্লিতে ফিরছিলেন তাঁরা। কাল রাতেই পাঁচজনের দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। আজ সকালে তিস্তার পাড় থেকে আরও একটি দেহ উদ্ধার করা হয়। এ রাত পর্যন্ত নিখোঁজ আরওএগারোজন। দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশু।