Last Updated: November 12, 2013 18:31

একদিকে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের শেষ টেস্ট। অন্যদিকে, আগামী বছরের ১২ জুন থেকে শুরু হতে চলা ব্রাজিল বিশ্বকাপ। ক্রীড়াবিশ্বের দুই মেগা ইভেন্টকে মিলিয়ে দিল দুটো ঘটনা। গতকাল, সোমবার থেকে এই দুটো মেগা ইভেন্টেরই ইন্টারনেটে টিকিট বিক্রি শুরু হয়। দুটো ক্ষেত্রেই দেখা যায় চাহিদার বিষয় দেখলে হট কেক তো বটেই এমনকি হিরের সঙ্গেও তুলনা করা চলে।
মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই অনলাইনে বিক্রি হয়ে গেল সচিন তেন্ডুলকরের শেষ টেস্টের টিকিট। অনলাইন বিভ্রাট কাটিয়ে এত তাড়াতাড়ি টিকিট বিক্রি শেষ হয়ে গেল যে অনেকেই ক্ষুব্ধ। অন্যদিকে, ব্রাজিল বিশ্বকাপের টিকিট বিক্রির আবেদনের বিষয়ে আগের সব রেকর্ড ছাপিয়ে গেল। এতদিন পর্যন্ত ২০০ জার্মানি বিশ্বকাপই ছিল টিকিট বিক্রির বিচারে সবচেয়ে সেরা। কিন্তু ইতিমধ্যেই ফুটবলের দেশে সাম্বা নাচের তালে সব রেকর্ড ভেঙে দিল। এক আন্তর্জাতিক সংস্থার হিসাবে প্রতি মিনিটে নাকি ৫ হাজারটা টিকিট কেনার আবেদন জমা পড়ছে অনলাইনে। এত টিকিট বিক্রির বহরে হিমশিম খাওয়া অবস্থা আয়োজকদের।
ব্রাজিল ফুটবল সংস্থার মতই মুম্বই ক্রিকেট সংস্থারও একই দশা। ওয়াংখেড়েতে মোট আসন সংখ্যা ৩২ হাজার পাঁচশো৷ তার মধ্যে বেশিরভাগই কোটার টিকিট৷ সাধারণের জন্য আসন সংখ্যা মাত্র সাড়ে চার হাজার৷ এর সাড়ে চারহাজার টিকিটই অন লাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেয় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন৷ কাউন্টার থেকে কোনও টিকিটই বিক্রি করা হয়নি৷ এতে ক্ষোভ দিনদিন বাড়ছে। ৫০০, এক হাজার ও আড়াই হাজার টাকা দামের তিন হাজার টিকিট এবং ১০ হাজার টাকা মূল্যের দেড় হাজার টিকিট বিক্রি করা হয়েছে অনলাইনে৷ টিকিটের আকাশছোঁয়া চাহিদার কথা মাথায় রেখে, একজনকে দুটোর বেশি টিকিট বিক্রি করা হয়নি৷
First Published: Tuesday, November 12, 2013, 18:37