Last Updated: November 9, 2011 15:17

মধ্যস্থতাকারীদের দেওয়া সময় শেষ হলেও কোনও পক্ষের তরফেই কোনও বিবৃতি পাওয়া গেল না। গত চব্বিশ অক্টোবর মধ্যস্থতাকারীরা গোপনে প্রস্তাব দিয়েছিলেন রাজ্য সরকার ও মাওবাদীদের। যদিও সেই প্রস্তাব ফাঁস হয়ে যায়। সরকারের তরফেই এই প্রস্তাব ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই প্রস্তাব অনুসারে রাজ্য সরকার মাওবাদীদের পনেরো দিনের সময় দেওয়া হয়েছিল। মধ্যস্থতাকারীরা জানিয়েছিলেন, এরমধ্যে উভয়পক্ষ লিখিত আকারে তাদের মতামত জানালে শান্তি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ নেবেন তাঁরা। অর্থাত ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করবেন তাঁরা। যদিও সেক্ষেত্রে শর্ত ছিল, মাওবাদীদের বৈঠকে আসা এবং যাতায়াতের পথে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।
First Published: Wednesday, November 9, 2011, 15:30