Last Updated: September 17, 2013 20:07

তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল। আগামী একুশে সেপ্টেম্বর ডায়মন্ড হারবার পৌরসভায় ভোট। দশ বছর ধরে এই পৌরসভায় ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এ বার পুর নির্বাচনে তৃণমূলের সঙ্গে সম্মুখ সমরে তৃণমূল-ই। অনুন্নয়নের
অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস।
শিয়রে ভোট। প্রচার তুঙ্গে ডায়মন্ড হারবার পুরসভায়।
জেলার একটি মাত্র পুরনির্বাচন। সব রাজনৈতিক দলের নজরে এখন ডায়মন্ড হারবার পুরসভা। ষোলটি ওয়ার্ডে ভোটার তিরিশ হাজার। দীর্ঘ দশ বছর এই পুরবোর্ড তৃণমূলের দখলে। তবে এবার পুর-নির্বাচনে তৃণমূলের প্রধান চিন্তার কারণ বিক্ষুব্ধ
তৃণমূল। গতবারও যাঁরা তৃণমূলের হয়ে ভোটে লড়েছেন, অনুন্নয়নের অভিযোগে এ বার তাঁরাই নির্দল প্রার্থী হিসাবে প্রতিপক্ষ।
একুশ সেপ্টেম্বর ডায়মন্ড হারবারে তৃণমূলের হ্যাটট্রিক আটকাতে বেহাল পুর-পরিষেবাকে প্রচারের
হাতিয়ার করছে সিপিআইএম।
কিন্তু ভোটারদের রায় কোন দিকে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কটা দিন। গণনা চব্বিশে সেপ্টেম্বর।
ক্যামেরায় শামিম হোসেনের সঙ্গে নকিবুদ্দিন গাজির রিপোর্ট, ২৪ ঘণ্টা। ডায়মন্ডহারবার।
First Published: Tuesday, September 17, 2013, 20:07