Last Updated: September 21, 2013 21:10

দল বিরোধী কাজের জন্য এবার শিখা মিত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে তৃণমূল। বিধানসভায় আলাদা আসনে বসার ব্যবস্থা করা হচ্ছে শিখা মিত্রের।
এই মর্মে বিধানসভার স্পিকারকেও চিঠি দিচ্ছে তৃণমূলের পরিষদীয় দল। ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দলেরই তিন সাংসদ। এবিষয়ে খুব একটা স্বস্তিতে নেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঘনিষ্ঠ মহলে মকুল রায় জানিয়েছেন, কোনও মতেই দলে বিদ্রোহকে প্রশ্রয় দেওয়া হবে না।
First Published: Saturday, September 21, 2013, 21:10