Last Updated: Sunday, January 19, 2014, 12:53
লড়াইটা যে বেশ কঠিন। তা বিলক্ষণ জানেন দুঁদে রাজনীতিক সোমেন মিত্র। তবু থার্ড ইনিংসে নিজের স্বাতন্ত্র বজায় রেখে লড়াই করতে চান সদ্য তৃণমূল ছেড়ে আসা এই প্রাক্তন সাংসদ। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন কংগ্রেসে। তার আগে একান্ত সাক্ষাত্কারে ২৪ ঘণ্টার মুখোমুখি সোমেন মিত্র।