Last Updated: September 29, 2013 20:39

ক্ষমতায় আসার আড়াই বছরের মধ্যেই ফাটল ধরেছে তৃণমূলে। পাঁচ বছরের মাথায় তৃণমূলের মধ্যে ফাটল আরও বড় হবে। বললেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। আজ থেকে কলকাতায় শুরু হয়েছে রাজ্য বিজেপির দুদিনের কার্যকারিনী সভা। সভায় উপস্থিতি ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বরুণ গান্ধী।
এদিকে তৃণমূল ভাঙার চক্রান্তে সোমেন মিত্র অন্তত নেই। তেমনটাই মনে করেন কুণাল ঘোষ। কে গোপনে তৃণমূল কংগ্রেস ভাঙতে চায় তা তিনি জানেন না। যাঁরা ভাঙার খেলা খেলছেন করছেন তাঁরাই বিস্তারিত বলতে পারবেন । বললেন সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ।
First Published: Sunday, September 29, 2013, 20:39