Last Updated: Wednesday, November 14, 2012, 17:41
দুবরাজপুরের পর এবার নদীয়ার তেহট্ট। রাজ্য আইন শৃঙ্খনার `মুখিয়া` বারংবার যতই দাবি করুন `কিছুই হয়নি`। আজকের ঘটনায় আবারও স্পষ্ট, জেলা স্তরের পুলিসি বাড়বড়ন্তে লাগাম পড়াতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। নদীয়ার তেহট্টে পুলিসের গুলি চালনা নিয়ে ইতিমধ্যেই মন্তব্য এড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারি। কী প্রেক্ষিতে পুলিস কী করেছে, তার বিস্তারিত বিবরণ জেনে তিনি প্রতিক্রিয়া দেবেন বলে জানিয়েছেন।