Last Updated: July 20, 2013 20:45

আক্রান্ত হলেন পাঁচলার তৃণমূল কংগ্রেস বিধায়ক গুলশন মল্লিক। আজ সকালে পাঁচলার মৌলবীপাড়ায় গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। গুলি না লাগলেও বোমার আঘাতে আহত হন গুলশন মল্লিক। জখম বিধায়ককে গড়বেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। কংগ্রেস ও সিপিআইএম পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গুলশন মল্লিক। গুলশন মল্লিককে বাঁচাতে শূণ্যে কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন তাঁর দেহরক্ষী। ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে সিপিআইএম। পাঁচলা থানায় এফআইআর করেছেন গুলশন মল্লিক। খবর পেয়ে আক্রান্ত বিধায়ককে দেখতে যান কৃষিবিপণন মন্ত্রী অরূপ রায়।
First Published: Saturday, July 20, 2013, 20:45