বিধায়কের মৃত্যুতে সমস্যায় তৃণমূল

বিধায়কের মৃত্যুতে সমস্যায় তৃণমূল

বিধায়কের মৃত্যুতে সমস্যায় তৃণমূলপ্রয়াত হলেন তৃণমূলের বিধায়ক অজিত ভুঁইঞা। পশ্চিম মেদিনীপুরের দাশপুরের বিধায়ক ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ভর্তি ছিলেন কলকাতার বেসরকারি নার্সিংহোমে। সোমবার সকালে মৃত্যু হয় তাঁর।

অজিত ভুঁইঞার মৃত্যুতে আরও জটিল হল রাজ্যসভায় নির্বাচনের প্রক্রিয়া। ইতিমধ্যেই বিধানসভা এবং ভোট বয়কটের ডাক দিয়েছে জিএনএলএফ। তাদের তিনজন বিধায়ক রয়েছেন। এসইউসিআইয়ের একজন বিধায়ক। এখনও অবস্থান স্পষ্ট করেনি এসইউসিআই। এর পাশাপাশি কাশীনাথ মিশ্র শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যসভা নির্বাচন ক্রমেই জটিল আকার নিচ্ছে।






First Published: Monday, March 19, 2012, 14:52


comments powered by Disqus