Last Updated: Monday, April 2, 2012, 16:57
একটাই বাড়ি, একদিকে এয়ারপোর্ট, ঘুরে পিছনে গেলেই হাসপাতাল। কিংবা বাগানে ঘুরতে ঘুরতে হঠাত্ রক্তাক্ত সোহম বা জিত্। ভয় পাবেন না, মিছি মিছি, শুটিং চলছে যে। সঙ্গে রয়েছে হাজার জয় রাইড এনজয়ের ব্যবস্থা। হায়দরাবাদের রামোজি ফিল্মসিটিতে যাঁরা গিয়েছেন, তাঁদের কাছে এসব নতুন কিছু নয়।