Last Updated: June 13, 2014 20:11
সাংসদদের লিভ টিকিট কনসেশন কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের। আজ সকালেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে FIR দায়ের করেছে CBI। FIR-এ নাম রয়েছে আরও দুই বর্তমান সাংসদ BSP-র ব্রিজেশ পাঠক এবং MPF-এর লাহমিং লিয়ানার।
এছাড়াও বিজেপির প্রাক্তন সাংসদ JPN সিং, BJD-র প্রাক্তন সাংসদ রেণু বালা এবং RLD-র প্রাক্তন সাংসদ মেহমুদ আর্সাদ মাদানির নাম জড়িয়েছে এই কেলেঙ্কারিতে। অভিযোগ, ওই সাংসদরা প্রথমে অনলাইনে বিমানের রিটার্ন টিকিট কেনেন। অনলাইনে বোর্ডিং পাসও সংগ্রহ করেন। কিন্তু, বিমানযাত্রার ঠিক আগেই সেই টিকিট বাতিল করে দেন। পরে সেই ই-টিকিট দেখিয়েই তাঁরা কনসেশন আদায় করেন বলে অভিযোগ।
First Published: Friday, June 13, 2014, 20:11