Last Updated: Friday, June 13, 2014, 20:11
সাংসদদের লিভ টিকিট কনসেশন কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের। আজ সকালেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে FIR দায়ের করেছে CBI। FIR-এ নাম রয়েছে আরও দুই বর্তমান সাংসদ BSP-র ব্রিজেশ পাঠক এবং MPF-এর লাহমিং লিয়ানার।