Last Updated: November 1, 2011 23:51

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে গতকালই। কিন্তু তিরিশে নভেম্বর নির্বাচনের দিন স্থির হওয়াই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস শিবির। উপনির্বাচনের দিন পিছিয়ে নিয়ে যেতে নির্বাচন কমিশনে চিঠি দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। চিঠিতে মূলত দুটি বিষয় উল্লেখ করছেন নেতৃত্ব। গত ১২ অক্টোবর সাংসদ পদে ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী, ছয় মাস সময়ের মধ্যে উপনির্বাচন করতে হবে। সে জন্য ফেব্রুয়ারি মাসে উপনির্বাচনের দিন পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছেন নেতৃত্ব। পাশাপাশি, দেশের বিভিন্ন জায়গায় এক সঙ্গে উপনির্বাচন হয়ে থাকে। এ ক্ষেত্রে তা করা হচ্ছে না বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ। তবে উপনির্বাচনের দিনক্ষণ পরিবর্তন করার জন্য নির্বাচন কমিশনে তৃণমূল নেতৃত্বের আবেদন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
First Published: Wednesday, November 2, 2011, 13:14