Last Updated: January 5, 2014 22:59

মধ্যমগ্রাম কাণ্ডে পুলিসের ভূমিকায় মুখ পুড়েছে সরকারের। এবার সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শুরু করল শাসকদল। তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে কুত্সা ও অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
মধ্যমগ্রাম কাণ্ডে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। এই অভিযোগে, শহরে বিক্ষোভ মিছিল বের করল তৃণমূলের যুব সংগঠন যুবা। গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে পা মেলান পার্থ চট্টোপাধ্যায়, মণীশ গুপ্ত, সুব্রত বক্সি, ডেরেক ওব্রায়েন, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো তৃণমূল নেতারা।
First Published: Sunday, January 5, 2014, 22:59