এনসিটিসি নিয়ে তৃণমূলের অবস্থান বদল

এনসিটিসি নিয়ে তৃণমূলের অবস্থান বদল

এনসিটিসি নিয়ে তৃণমূলের অবস্থান বদলপ্রথম থেকে কড়া বিরোধিতা করলেও, এনসিটিসি নিয়ে লোকসভায় কার্যত সরকারের পাশেই দাঁড়াল তৃণমূল। এদিন সংসদের নিম্নকক্ষে এনসিটিসি নিয়ে ভোটাভুটিতে ভোট দানে বিরত থাকেন তৃণমূল সাংসদরা। ভোটাভুটির সময় অধিবেশন থেকে ওয়াক আউট করেন তাঁরা।

রাজ্যের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কায় প্রথম থেকেই এনসিটিসি বা ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী-সহ একাধিক প্রথম শ্রেণির কংগ্রেস নেতাদের অনুরোধেও অবস্থান থেকে এক চুলও নড়েননি তৃণমূলনেত্রী। যদিও এদিন এনসিটিসি নিয়ে ভোট না-দিয়ে সরকারের পাশেই দাঁড়াল তৃণমূল।

এর আগে একাধিক ইস্যুতে মন্ত্রিসভার বৈঠকে গৃহিত সিদ্ধান্তের প্রতিবাদ না-করলেও। পরে তার বেঁকে বসেছে তৃণমূল। এবার সম্পুর্ণ বিপরীত ভাবে হঠাত্‍ই এনসিটিসি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা থেকে সরে এল ইউপিএ-র দ্বিতীয় বৃহত্তম শরিক।   

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রেল বাজেটে প্রস্তাবিত ভাড়াবৃদ্ধির বেশ কিছুটা প্রত্যাহার করা হবে। নতুন রেলমন্ত্রী দায়িত্ব বুঝে নেওয়ার পর এ ব্যাপারে নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।" প্রশ্ন উঠছে, তবে কি কোনও রফাসূত্রের ভিত্তিতে অবস্থান বদল তৃণমূলের?






First Published: Monday, March 19, 2012, 14:42


comments powered by Disqus