TMC takes on presidency Vote

প্রেসিডেন্সি গণভোট: নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের

প্রেসিডেন্সি গণভোট: নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলেরপ্রেসিডেন্সি গণভোটে নির্বাচনী আচরণ বিধি ভাঙা হয়েছে বলে রেজিস্ট্রারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস ছাত্রপরিষদ। রেজিস্ট্রারের প্রত্যক্ষ মদতে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই আয়োজন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের গণভোট বলে অভিযোগ করেন টিএমসিপি রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা। দিল্লিতে কমিশনের দফতরেও একই বিষয়ে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল ভোটের আগেই হার হয় তৃণমূল প্রার্থী সুগত বসুর। প্রেসিডেন্সিতে ছাত্রদের গণভোটে ৮৯২ ভোটে পরাজিত হলেন সুগত বসু। লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন তিনি। তাই প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের প্রধানের পথে তাঁর থাকা উচিৎ কি না এই নিয়ে গণভোটের আবেদন করেছিল ছাত্র সংসদ। সুগত বসুর পদত্যাগের পক্ষে ভোট পড়ে ১২০৮টি। মাত্র ৩১৬ জন ভোট দিয়েছে তাঁর মেন্টর গ্রুপের প্রধানের পদে থাকার পক্ষে।


First Published: Saturday, March 29, 2014, 19:38


comments powered by Disqus