আজ তৃণমূলের শোক মিছিল

আজ তৃণমূলের শোক মিছিল

আজ তৃণমূলের শোক মিছিলপুরুলিয়ার বলরামপুরে মাওবাদী হামলায় নিহত দুই দলীয় কর্মীর উদ্দেশে আজ শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণ পরেই পিস হাভেন থেকে অজিত সিং সর্দার ও বাকু সিং সর্দারের দেহ বের করে, তা গান্ধীমূর্তির পাদদেশে নিয়ে যাওয়া হবে। সেখানেই শায়িত থাকবে দেহ। বেলা সাড়ে এগারোটা নাগাদ সেখানে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারাও শোকজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বলরামপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গতকাল বিক্ষোভ মিছিল করে তৃণমূল। হামলার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অযোধ্যা পাহাড়ে যৌথবাহিনীর অভিযান আরও তীব্র করা হবে।

First Published: Wednesday, November 16, 2011, 09:48


comments powered by Disqus