Last Updated: Wednesday, November 16, 2011, 09:48
পুরুলিয়ার বলরামপুরে মাওবাদী হামলায় নিহত দুই দলীয় কর্মীর উদ্দেশে আজ শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণ পরেই পিস হাভেন থেকে অজিত সিং সর্দার ও বাকু সিং সর্দারের দেহ বের করে, তা গান্ধীমূর্তির পাদদেশে নিয়ে যাওয়া হবে।