Last Updated: September 2, 2013 22:24

রানিগঞ্জের টিডিভি কলেজে অশিক্ষক কর্মীদের হেনস্থা ও অফিসরুম ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। অশিক্ষক কর্মচারিদের অসহযোগিতায় সিএলসি ও আ্যটেস্টেড সার্টিফিকেট মিলছে না। এই অভিযোগে অফিসরুম ভাঙচুর করে উত্তেজিত কলেজ ছাত্ররা। অশিক্ষক কর্মচারিদের অভিযোগ, কলেজের সাধারণ সম্পাদকের সামনেই তাঁদের হেনস্থা করা হয়। যদিও তৃণমূল ছাত্র পরিষদ এই অভিযোগ অস্বীকার করেছে।
First Published: Monday, September 2, 2013, 22:24