Last Updated: Friday, August 2, 2013, 19:45
তিনি টিএমসিপি সদস্য। অথচ নিজেদের সংগঠনের নেতাদের হাতেই শ্লীলতাহানির শিকার তিনি। এমনই অভিযোগ আশুতোষ কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর। অশ্লীল মন্তব্য, আপত্তিকর এসএমএস। বাদ যায়নি কোনওকিছুই। অভিযোগ ওই কলেজেরই টিএমসিপি নেতা রাজ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। প্রতিবাদ করলেই জুটত হুমকি। শেষ পর্যন্ত কালীঘাট থানার দ্বারস্থ হন ওই ছাত্রী। অভিযোগ দায়ের করার পর গ্রেফতার করা হয়েছে রাজকে। ওই ছাত্রী জানিয়েছেন, গ্রেফতারের পরেও বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে তাঁকে। এখনও ধরা পড়েনি রাজের সঙ্গীরা। আতঙ্ক কলেজে যেতে ভয় পাচ্ছেন ওই ছাত্রী।