Last Updated: January 18, 2014 22:21

রিটার্নিং অফিসারের কাছে জমা পড়া বিতর্কিত ফর্ম গৃহীত না হওয়ার জন্যই বালিগঞ্জ সায়েন্স কলেজে হেরে গেছে তৃণমূল ছাত্র পরিষদ। এমনই অভিযোগ তুলল টিএম সিপি। আজই ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাসের নির্বাচন। ছটি ক্যাম্পাসের মধ্যে বালিগঞ্জ সায়েন্স কলেজে ও রাজাবাজার সায়েন্স কলেজ নিজেদের দখলে রাখে এস এফ আই।
মনোনয়ন পত্র জমা পড়ার দিনই ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তোলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন কুটা। অভিযোগ ছিল, সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে হঠাত্ই আর ও এসে বেশ কিছু ফর্ম জমা দিয়ে তা গ্রহণ করতে বলেন। বিরোধিতা করে কুটা। শেষ পর্যন্ত কুটার বিরোধিতাতেই বিতর্কিত ফর্মগুলি আলাদা রাখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাসের নির্বাচন ছিল । নির্বাচনে বালিগঞ্জ সায়েন্স কলেজ ও রাজাবাজার সায়েন্স কলেজ নিজেদের দখলে রাখে এস এফ আই। আর এরপরেই টি এম সি পির তরফে অভিযোগ তোলা হয়।
আর এখানেই আরও জোরালো হচ্ছে কুটার তোলা প্রশ্ন। রিটার্নিং অফিসার সেদিন বলেছিলেন ভিড় সামলাতেই তিনি মনোনয়ন পত্রগুলো জমা নিয়েছিলেন। কিন্তু তাই যদি হয়, তাহলে শুধুমাত্র শাসক দলের ছাত্র সংগঠনেরই ফর্ম কিভাবে জমা পড়ল তাঁর কাছে। রিটার্নিং অফিসার অবশ্য বলছেন তাঁর কাছে কোনও অভিযোগ আসেনি।
এস এফ অবশ্য এই গোটা বিষয়ে তদন্ত চেয়েছে।
এদিকে শনিবার নির্বাচন প্রক্রিয়া শান্তিপুর্ণ রাখতে পুলিশ মোতায়েন ছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে লাগানো হয় সিসিটিভি।
First Published: Saturday, January 18, 2014, 22:21