Last Updated: Friday, February 21, 2014, 21:40
ভাষা দিবসের দিন মাথায় উঠল ভাষাপ্রীতি আর ভাষাসম্মান। কে পালন করবে ভাষাদিবস, তা নিয়ে কাজিয়া, প্রতীকী শহিদ বেদী ভাঙচুর আর হেনস্থার অভিযোগে অশান্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।