ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার পরেই কাটোয়া কলেজে সংঘর্ষে জড়াল টিএমসিপি আর ছাত্র পরিষদ

ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার পরেই কাটোয়া কলেজে সংঘর্ষে জড়াল টিএমসিপি আর ছাত্র পরিষদ

ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার পরেই কাটোয়া কলেজে সংঘর্ষে জড়াল টিএমসিপি আর ছাত্র পরিষদ
ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা হতেই সংঘর্ষ বাধল কাটোয়া কলেজে। আজ সকালে নির্বাচনী প্রচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে। গোলমালের জেরে আহত হয়েছেন দুপক্ষের ১০ জন । গতকালই এই অশান্তির সূত্রপাত হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সংগঠনের দুই সমর্থক। পরে সংঘর্ষ ব্যাপক আকার নেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাটোয়া থানার পুলিস। ছাত্রদের বের করে দিয়ে বন্ধ করে দেওয়া হয় কলেজ। পরে মহকুমাশাসকের ঘরে সর্বদলীয় বৈঠকে স্থির হয়, নির্দিষ্ট দিনেই কলেজে নির্বাচনী প্রচার করা যাবে। প্রচারের দিন স্থির করে দেবেন মহকুমাশসক নিজে। কিন্তু আজ কলেজ খোলার সঙ্গে সঙ্গেই টিএমসিপির সমর্থকেরা প্রচার শুরু করলে নতুন করে গোলমাল শুরু হয়। ২৮ জানুয়ারি কাটোয়া কলেজে ছাত্র সংসদ নির্বাচন ।

First Published: Friday, December 20, 2013, 20:37


comments powered by Disqus