Last Updated: January 6, 2014 20:56

আজ বছরের সর্বাধিক অবসাদপূর্ণ দিন। গত তিন বছরের জানুয়ারি মাসের দুই মিলিয়ন টুইট নিয়ে বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন আজকের দিনটা এমন একটা দিন যে দিন লোকজন তাদের নতুন বছরের প্রতিজ্ঞা ভাঙে। নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে যারা হতাশ তারা নতুন সম্পর্কের খোঁজ করে। চাকরি জীবন নিয়ে অসন্তুষ্ট যারা, তারা নতুন চাকরির খোঁজ করে।
একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বছরের প্রথম মাসের প্রথম সোমবার লোকজন সর্বাধিক ক্লান্ত থাকে, নিজেদেরকে দোষী ভাবে, অবসাদের বশবর্তী হয়ে প্রচুর খাওয়া দাওয়া করে ফেলে, মানসিকভাবে ভেঙে পড়ে বা মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে চায়।
উৎসবের মরসুমের পর ফ্যামিলি গেট টুগেদার, অফুরন্ত মদ্য পান আর খুশির সময় কাটিয়ে আসার পর সপ্তাহের প্রথম কাজের দিনটাতে মানুষের অবসাদ চূড়ান্ত হয়। তবে এই দিনটা কেটে গেলে কাজের উদ্যম সামগ্রিকভাবে ২৫% বৃদ্ধি পায়।
First Published: Monday, January 6, 2014, 20:56