Last Updated: Monday, January 6, 2014, 20:56
আজ বছরের সর্বাধিক অবসাদপূর্ণ দিন। গত তিন বছরের জানুয়ারি মাসের দুই মিলিয়ন টুইট নিয়ে বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন আজকের দিনটা এমন একটা দিন যে দিন লোকজন তাদের নতুন বছরের প্রতিজ্ঞা ভাঙে। নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে যারা হতাশ তারা নতুন সম্পর্কের খোঁজ করে। চাকরি জীবন নিয়ে অসন্তুষ্ট যারা, তারা নতুন চাকরির খোঁজ করে।