অভিষেকেই বাগানে ফুল ফোটালেন টোলগে

অভিষেকেই বাগানে ফুল ফোটালেন টোলগে

অভিষেকেই বাগানে ফুল ফোটালেন টোলগেমোহনবাগানের জার্সি গায়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই জোড়া গোল করলেন টোলগে। কলকাতা ময়দানের সবচেয়ে বড় বিতর্কের অধ্যায় কাটিয়ে টোলগে বুঝিয়ে রাখলেন তিনি বাগানের জার্সি গায়ে উজাড় করে দেবেন। টোলগে জোড়া গোল সহ জর্জ টেলিগ্রাফকে ৩-০ গোলে হারিয়ে এয়ারলাইন্স কাপের ফাইনালে উঠল মোহনবাগান। টোলগেদের ফাইনালের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং।

এয়ারলাইন্স কাপের সেমিফাইনালে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে টোলগের প্রথম গোল ৭১ মিনিটে। প্রায় একার চেষ্টায় বাগানের জার্সি গায়ে গোলের বউনি করলেন এই অসি স্ট্রাইকার। টোলগের প্রথম গোলের মিনিট দশেক আগেই অবশ্য জুয়েল রাজার গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। টোলগের দ্বিতীয় গোল এল ৭৬ মিনিটে। সেই গোলের পর টোলগের চেয়ে অনেক বেশী আনন্দ করলেন মোহন সমর্থকরা।

একদিকে টোলগের রাজকীয় অভিষেক, অন্যদিকে তিন গোলে জিতে এয়ারলাইন্স কাপের ফাইনালে ওঠা। বৃষ্টিভেজা কলকাতায় দিনটা ভালই গেল মোহন সমর্থকদের।

First Published: Wednesday, September 5, 2012, 17:16


comments powered by Disqus