Last Updated: March 13, 2012 15:58

ক্রিজে ৪০ নট আউট ইন্দ্রনীল সেনগুপ্ত। পেছনে গ্লাভস পরে উইকেট সামলাচ্ছেন `অটোগ্রাফ`, `বাইশে শ্রাবণ`-এর পরিচালক সৃজিত মুখার্জি! প্যাড আর হেলমেট পরে দেব দৌড়ে মাঠে নামতেই গ্যালারির দর্শকের উল্লাস! আউটফিল্ডে ক্যাচ লুফে নিতে মরণঝাঁপ দিচ্ছেন ব্যোমকেশ আবির! শেষ মুহূর্তে দুষ্টু চক্রান্ত করে দল বদলাচ্ছেন সোহম! আর সৌরভ গাঙ্গুলির কাছে ট্রেনিং-প্রাপ্ত `ম্যাচো` হিরণ দেখালেন তাঁর মাঠ-ম্যাজিক।
আহা! এমন দিনও আসে টলিগঞ্জে! গীতাঞ্জলি স্টেডিয়ামে ভেঙ্কটেশ ফিল্মস ভার্সাস প্রিয়া এন্টারটেনমেন্ট ম্যাচে ক্রিকেটার অবতারে দেখা গেল টলিউডের তারকাদের।
First Published: Tuesday, March 13, 2012, 16:22