Top Indian Mujahideen operative Tehseen Akhtar arrested

নরেন্দ্র মোদীর পাটনার সমাবেশে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত মূল জঙ্গি ধৃত

নরেন্দ্র মোদীর পাটনার সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী তেহসীন আকতরকে গ্রেফতার করল দিল্লি পুলিস। অক্টবর মাসের বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত এই আকতার।

পুলিস জানিয়েছে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের বড় জঙ্গিদের মধ্যে অন্যতম তেহসিন। অগস্ট মাসে ইয়াসিন ভাটকল গ্রেফতার হওয়ার পর থেকে তেহসিনের খোঁজ শুরু হয়। পাটনা বিস্ফোরণ ছাড়াও এই সময়ের একাধিক নাশকতার ঘটনায় নাম জড়িয়েছে তেহসীন আকতরের।

পুলিস সূত্রের দাবি, তেহসীনের গ্রেফতার ইন্ডিয়ান মুজাহিদ্দিনের কাছে বড় ধাক্কা।

First Published: Tuesday, March 25, 2014, 13:39


comments powered by Disqus