হুগলি, হাওড়া থেকে উত্তর ২৪ পরগণা, রাজ্যে নারী নির্যাতন আশঙ্কাজনকভাবে ক্রমবর্ধমান

হুগলি, হাওড়া থেকে উত্তর ২৪ পরগণা, রাজ্যে নারী নির্যাতন আশঙ্কাজনকভাবে ক্রমবর্ধমান

হুগলি, হাওড়া থেকে উত্তর ২৪ পরগণা, রাজ্যে নারী নির্যাতন আশঙ্কাজনকভাবে ক্রমবর্ধমান রাজ্যে নারী নির্যাতনের বিরাম নেই। হুগলির খানাকুল এবং উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে দুই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সন্দেশখালিতে মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীর শ্লীলতাহানি করা হয়। গ্রামবাসীদের তত্পরতায় রক্ষা পেয়েছে ওই কিশোরী। মাঠে কাজে গিয়েছেন বাবা-মা। তাঁদের খাবার দিতে বাড়ি থেকে রওনা হয়েছিল মেয়ে। মেয়েটি মানসিক প্রতিবন্ধী। পথে পিরোল গ্রামের যুবক বিকশ কোলে ওই কিশোরীকে ডেকে নিয়ে যায়। মাঠে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রতিবন্ধী কিশোরীর চিত্কার শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। বিকাশ কোলেকে ধরে ফেলেন তাঁরা। মারধরের পর বিকাশের মাথা মুড়িয়ে দেওয়া হয়। পুলিস ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে।

উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির হাটগাছা। ছোট ছেলেমেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতেন মহিলা। স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। তার সুযোগ নিয়ে, স্বপন সরকার নামে এক ব্যক্তি বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের কথা জানালে, তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। স্বামী ফিরে আসার পর ধর্ষণের কথা জানান মহিলা। স্বপন সরকারকে গ্রেফতার করেছে পুলিস। দুদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।

উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে গত রবিবারই এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। তা নিয়ে এখনও এলাকায় আতঙ্ক রয়েছে। এবার তার মধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। মামার বাড়ি থেকে মাকে নিয়ে আসার জন্য রাতে রওনা হয়েছিল কিশোরী। পথে রবিউল বিশ্বাস নামে এক যুবক কিশোরীকে তাড়া করে। মেয়েটির মুখ চেপে ধরে তাকে রাস্তার ধারে একটি গর্তে ফেলে দেওয়া হয়। চিত্কার শুনে এলাকাবাসীরা ছুটে আসেন। কিশোরীকে উদ্ধার করা হয়। ধৃত রবিউলকে দুদিন পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।

First Published: Thursday, February 6, 2014, 23:22


comments powered by Disqus